আমাদের সঙ্গে যারা যারা সংযুক্ত আছেন তাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।
আজকে আমরা আলোচনা করবো কীভাবে সহজেই মুহূর্তের মধ্যে একদম প্রফেশনাল ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমরা অনেকেই ইউটিউবে কাজ করি। ফলে আমাদের thumbnail বানানোর প্রয়োজন পড়ে। আপনারা PixelLab ব্যবহার করতে পারেন thumbnail তৈরিতে। আরও প্রয়োজন পড়ে ব্যাকগ্রাউন্ড রিমুভকৃত ছবির।
অনেকে অনেক ওয়েবসাইট ব্যবহার করেন, অনেক অ্যাপ ব্যবহার করেন। কোন ওয়েবসাইট বা অ্যাপটি ভালো তা খুঁজতে প্রচুর পরিমাণ সময় নষ্ট হয়। আজকে আমি বলছি এমন একটা অ্যাপ বা ওয়েবসাইটের কথা যা ১ মিনিটের মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে।
শুরুতে মোবাইলে ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ চালু করে নিবেন।
এরপর আপনারা একটি অ্যাপ ডাউনলোড করতে পারেন। অ্যাপটির নাম remove.bg অথবা https://remove.bg ওয়েবসাইটে যেতে পারেন।
আজ আমি আপনারদের অ্যাপ ও ওয়েবসাইট উভয়ের মাধ্যমেই কাজ করতে শেখাবো। সঙ্গেই থাকুন আর সহজেই এসব কাজ করতে শিখে যান।
অ্যাপের সাহায্যেঃ
- Google Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং অ্যাপটি চালু করুন।
- অ্যাপে শুরুতে আপনাদের থেকে অনুমতিগুলো চেয়ে নিবেঃ “Allow remove.bg to take pictures and record video?” আপনারা Allow করবেন।
- আবার অনুমতি চাইবেঃ “Allow remove.bg to access photos and media on your device?” আপনারা আবার Allow করবেন।
- এরপর “Upload Image” অপশন এ ক্লিক করে Camera অথবা Google Photos থেকে ছবি আপলোড করুন।
- কিছুক্ষণ অপেক্ষা করুন। এটি নির্ভর করে ইন্টারনেট সংযোগের কার্যকরীতার উপর।
- ছবিটি আপলোড হওয়ার পরে ছবিটির উপরে দেখাবে Removed background
- ছবিটি Download এ ক্লিক করে save করুন।
ওয়েবসাইটের সাহায্যেঃ
- Google Chrome বা অন্য কোনো ব্রাউজার ওপেন করুন।
- https://remove.bg ওয়েবসাইটটি চালু করুন।
এরপর বাকি কাজগুলো অ্যাপের মতো করে দেখুন। তাহলে সহজেই প্রফেশনাল ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ধন্যবাদ।
7 comments
Morshed Shimul Dec 28,2023
Onek vlo EKTA app
Mosahid May 07, 2024
so nice
Fatema Rahman Jan 10,2024
Onk vlo real site
Mizan Jan 24, 2024
টাকা দেই না
Munim Ahmed Jan 14,2024
Khov sundor post ❤️❤️
Mizan Jan 24, 2024
কেউ কাজ করিয়েন না টাকা দেই না
Jual Jan 22,2024
সত্যি টাকা দিচ্ছে
Roman khan Sep 17, 2024
কেউ কাজ করবেন না টাকা দেয় না
Jual Jan 22,2024
সত্যি টাকা দিচ্ছে
Mizan Jan 24, 2024
টাকা দিচ্ছে না আমাকে ৮০০ টাকা দেই নাই
Jual Jan 22,2024
সত্যি টাকা দিচ্ছে
Roman khan Raj Sep 17, 2024
kew kaj korba na taka dey na
Nazmul Haque Sep 26,2024
খুব সুন্দর পোস্ট ধন্যবাদ