গুগল অ্যাপের একটি চমৎকার ফিচার|An Awesome Feature of Google (Music Search)
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও পাওয়ারফুল সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। তবে আমরা অনেকেই জানিনা এর কিছু স্পেশাল ফিচার। আজকের এই আর্টিকেলে সেরকম-ই একটি অসাধারণ ও অনেকের-ই অজানা একটি ফিচার নিয়ে আলোচনা করবো। পড়তে থাকুন-
মূলত একটা গান বা মিউজিক বা কোনো অচেনা সুর বা কোনো গান বা মিউজিকের এমন কোনো অংশ যেটা আপনি একটু একটু মনে করতে পারছেন কিন্তু আসলে অরিজিনাল গান টা কী সেটা খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে গুগল তথা গুগল অ্যাসিস্ট্যান্ট এর একটা সার্চ ফিচার নিয়ে আপনাকে পরিচয় করিয়ে দিবো! এতে করে খুব সহজে আর চমৎকারভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত গান/মিউজিক-টি পেয়ে যাবেন।
মূলত গুগল অ্যাপের সাথে এখন বিল্ট-ইন ভাবেই তাদের আর একটা অ্যাপ বা সার্ভিস গুগল অ্যাসিস্ট্যান্ট(Google Assistant) দেয়া থাকে।এখনকার বেশির ভাগ ফোনেই এইটি বিদ্যমান আছে। তো গুগলের মাধ্যমে Google Assistant ব্যবহার করে কীভাবে একটা গান বা মিউজিক সার্চ করবেন সেটা বিস্তারিত নিচে আলোচনা করছি-
প্রথমেই-
গুগল অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করা না থাকলে আপডেট করে নিতে হবে।আপডেট করতে এখানে ক্লিক করুন
কিভাবে গান শনাক্ত করতে Google Assistant ব্যবহার করবেন-
আপনার ফোন হাতে নিয়ে, "ওকে, গুগল" বলে বা স্ক্রিনের নিচের ডান বা বাম কোণ থেকে swipe করে Google Assistant চালু করুন।
এরপর সামনের মাইক্রোফোন বাটনে ক্লিক করে বলুন-"which song is this?"
এরপর আপনি আপনার গানটা বাজান বা মুখে বলেন কিংবা আপনি চাইলে গুনগুন-ও করতে পারেন।
এরপর গুগল একটু প্রসেস করে আপনাকে তার রেজাল্ট দেখাবে-
এইভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত গানটি পেয়ে যাবেন গুগল অ্যাপের চমৎকার ফিচার এর মাধ্যমে।
Image source-Google and android central
ধন্যবাদ
0 comments