বর্তমান সময়ে আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, তারা সকলেই বিভিন্ন ধরণের মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করে থাকি।
কিন্তু বেশির ভাগ সময় গুলোতে দেখা যায় মোবাইল ইউজার’রা মোবাইল ব্যাংকিং বিকাশ একাউন্ট বেশি ব্যবহার করে থাকে।
সেই প্রেক্ষিতে, অনেক লোক জানে না যে, বিকাশ থেকে কিভাবে টাকা তোলা যায়। আমরা আজ আপনার সুবিধার্থে এখানে আলোচনা করব, বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে।
আপনি যদি উক্ত বিষয়ে সঠিক ধারণা নিতে চান। তাহলে নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করুন।
আমরা জানি অধিকাংশ লোকদের বিকাশ থেকে টাকা তোলার বিষয়টি অনেক সহজ। কিন্তু তাদের মাঝে এমন কিছু লোক আছে।
যারা বিকাশ থেকে টাকা তোলার নিয়ম অনেক জটিল মনে করে থাকে। যার ফলে নিজের বিকাশ থেকে পরিচিত ব্যক্তিকে প্রয়োজনের সময় টাকা পাঠাতে পারে না।
তার জন্য আপনারা যারা বিকাশ থেকে টাকা তোলার নিয়ম না জানেন তাহলে তারা উক্ত আর্টিকেল এর লেখা গুলো অনুসরণ করে বিকাশ থেকে টাকা উত্তলণ করার সহজ নিয়ম জেনে নিতে পারবেন।
বিকাশ থেকে টাকা তোলার নিয়ম
আপনি যদি একজন বিকাশ একাউন্ট ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে আপনি দুইটি উপায় ব্যবহার করে, বিকাশ একাউন্ট থেকে টাকা উত্তলণ করতে পারবেন।
আমরা এখানে দুইটি উপায় এখানে সঠিক ভাবে উপস্থাপন করেছি। আপনি একটু মনযোগ দিয়ে পড়লেই দ্রুত বিকাশ হতে টাকা তোলতে পারবেন।
বিকাশ থেকে টাকা তোলার ২ টি নিয়ম হলো-
- বিকাশ এজেন্ট এর মাধ্যমে টাকা তোলার নিয়ম।
- বিকাশ সাপোর্টেড এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম।
উক্ত দুইটি উপায় অবলম্বন করে, আপনি দ্রুত বিকাশ থেকে টাকা উত্তলণ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন নিচের অংশ থেকে বিকাশ একাউন্ট হতে টাকা তোলার নিয়ম সম্পর্কে।
আরো দেখুনঃ
- আর্টিকেল লিখে ইনকাম করার সেরা দুইটি ওয়েবসাইট। পেমেন্ট সরাসরি বিকাশ নগদ একাউন্টে।
- অনলাইনে আয় করতে চান?- জেনে নিন অনলাইনে আয়ের সহজ উপায়!!
বিকাশ এজেন্ট থেকে টাকা তোলার নিয়ম
আপনি যদি বিকাশ থেকে টাকা তোলার সময় নিয়ম জানতে চান। তাহলে আপনি প্রথমে বিকাশ এজেন্ট থেকে টাকা তোলার নিয়ম অনুসরণ করতে পারেন।
তার জন্য আপনাকে অবশ্যই বিকাশ এর যে সকল এজেন্ট সেন্টার আছে। সেই সকল এজেন্ট সেন্টারে যেতে হবে।
এরপরে, এজেন্ট দোকানের গিয়ে বিকাশ হতে টাকা তোলার বিষয়ে বলতে হবে, এবং কত টাকা তোলবেন সেটি বলতে হবে।
আপনি যেহেতু বিকাশ হতে এজেন্ট এর মা্যধমে টাকা তোলবেন সেহেতু ২ টি মাধ্যমে বিকাশ থেকে টাকা তোলতে পারবেন।
তার মধ্যে একটি উপায় হচ্ছে বিকাশের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে অন্যটি হলো বিকাশ মেনু কোর্ডের মাধ্যমে।
বিকাশ অফিসিয়াল অ্যাপ এর মাধ্যমে টাকা তোলার নিয়ম
বিকাশ অফিসিয়াল অ্যাপ এর মাধ্যমে আপনি যদি এজেন্ট এর মাধ্যমে টাকা তোলতে আগ্রহী থাকেন। তাহলে প্রথমে বিকাশ অ্যাপ টি লগইন করতে হবে।
তারপরে অ্যাপ এর হোম পেজ থেকে ক্যাশ আউট নামে একটি অপশন দেখতে পারবেন। সেই ক্যাশ আউট অপশনটিতে ক্লিক করতে হবে।
বিকাশ ক্যাশ আউট- যখন আপনি ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন। সেই সময় দুইট অপশন দেওয়া হবে। তার মধ্যে এটি হলো এজেন্ট অন্যটি হলো এটিএম।
আপনি যেহেতু এজেন্ট এর মাধ্যমে ক্যাশ আউট করবেন। সেই জন্য এজেন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি যে, এজেন্ট একাউন্ট এর থেকে টাকা ক্যাশ আউট করতে চান। সেই এজেন্ট এর নম্বরটি টাইপ করতে হবে।
এখানে আপনি চাইলে এজেন্ট এর কাছে থেকে নম্বরটি নিয়ে নিতে পারবেন। নম্বর টাইপ করার সময় মনে রাখবেন যে, নম্বরটি আপনি টাইপ করেছেন সেটি সঠিক আছে কিনা।
যদি ভুল হয় তাহলে অন্য বিকাশ এজেন্ট এর কাছে টাকা চলে যাবে। আর আপনাকে হতাশায় ভোগতে হবে।
এজেন্ট নম্বর লেখার পরে আপনাকে বলা হবে কত টাকা উত্তলণ করবেন সেই পরিমাণ টি টাইপ করুন। এবং Continue অপশনে ক্লিক করুন।
তারপরে আরো একটি পেজ দেখতে পারবেন। সেখানে রেফারেন্স কোড দিতে হবে তবে সেখানে রেফারেন্স নম্বর না দিয়েও আপনি বিকাশ পিন নম্বর টাইপ করে নিচের ট্যাপ করে ধরে রাখার মাধ্যমে আপনার বিকাশ হতে ক্যাশ আউট হয়ে যাবে।
বিকাশ মেনু কোড ডায়াল করে টাকা তোলার নিয়ম
আপনি যদি বিকাশ এপ থেকে টাকা তোলার বিষয় টি না বুঝে থাকেন। তাহলে আপনি যে কোন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করে, বিকাশ মেনু কোড ডায়াল করে বিকাশ থেকে টাকা তোলতে পারবেন।
তার জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক বিকাশ মেনু কোড ডাউনলোড করে টাকা তোলার নিয়ম।
শুরুতে আপনার মোবাইল ডায়াল পেডে গিয়ে লিখতে হবে *274# নম্বর।
তারপরে পেজ 05 নম্বর অপশনে দেখতে পারবেন লেখা আছে Cash Out সেই নম্বরটি সিলেক্ট করবেন।
তারপরে আপনার 01 নম্বরে থাকা এজেন্ট অপশন বেছে নিবেন। মানে জিপি, বিএল ইত্যাদি।
তারপরে আপনি যে এজেন্ট নম্বরে টাকা পাঠাবেন সেই নম্বরটি টাইপ করবেন।
তারপরে আপনি উক্ত নম্বরে কত টাকা পাঠাবেন সেটির পরিমাণ লিখবেন যেমন- 1000/-, 5000/- বা 25,000/-
তারপরে আপনার বিকাশ মেনুতে যে পিন ব্যবহার করেন সেটি টাইপ করে Ok দিলেই টাকা চলে যাবে। আর আপনি সাথে সাথে এজেন্ট এর কাছে থেকে টাকা উত্তরণ করে নিতে পারবেন।
আরো পড়ুনঃ
*** অনলাইন ইনকাম এপ ২০২২- জানুন বিস্তারিত!!
বিকাশ এটিএম বুথ এর মাধ্যমে টাকা তোলার নিয়ম
বর্তমান সময়ে ব্র্যাক ব্যাংক এর যে সকল এটিএম বুথ আছে। আপনি চাইলে সেই সকল বুথ এর মাধ্যমে বিকাশ এর টাকা তোলতে পারবেন।
উক্ত এটিএম বুথ এর মাধ্যমে টাকা তোলার জন্য শুরুতে আপনাকে আপনার আশে পাশে থাকা বিকাশ সাপোর্টেড এটিএম বুথ আছে কিছু সেই খুজে বের করতে হবে।
তারপরে বিকাশ ক্যাশ আউট সাপোর্টড এটিএম বুথ সহজে খুজে বের কার জন্য আপনি গুগল এর সাহায্য নিতে পারেন।
আপনি যখন এটিএম বুথ এর ঠিকানা খুজে পাবেন। তখন আপনার এরিয়াতে যে, সকল বিকাশ এটিএম সাপার্টেড বুথ আছে। সেই সকল বুথ গুলোর লোকেশন দেখতে পারবেন।
এবং আপনি বিভিন্ন কার্ডের মাধ্যমে যে ভাবে টাকা তোলেন সেই ভাবেই বিকাশ থেকে টাকা তোলতে পারবেন।
আপনি যদি বিকাশ এটিএম বুথ থেকে টাকা তোলতে চান। তাহলে আপনাকে বুথ থেকে টাকা তোলার সঠিক নিয়মটি অনুসরণ করতে হবে।
আপনি যদি বুথ থেকে টাকা তোলতে চান। তাহলে দুইটি নিয়মে ক্যাশ আউট করতে পারবেন। এর জন্য একটি বিকাশ মেনু কোড ডায়াল করে অন্যটি হলো বিকাশ এপ এর মাধ্যমে।
মেনু কোড ডায়াল করে এটিএম বুথ এর মাধ্যমে ক্যাশ আউট করতে চাইলে আপনাকে নিচে দেওয়া তথ্য অনুসরণ করতে হবে।
- শুরুতে আপনাকে ডায়াল করতে হবে, *247#
- তারপরে, Cash Out অপশনটি ক্লিক করতে হবে
- তারপরে, From ATM অপশন সিলেক্ট করতে হবে।
- তারপরে, বিকাশেরর পিন নম্বর টাইপ করতে হবে।
- তারপরে আপনার বিকাশ নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। সেটি 5 মিনিট এর মধ্যে ব্যবহার করে, আপনি এটিএম বুথ থেকে টাকা তোলতে পারবেন।
বিকাশ এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
- এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য এটিএম বুথ এর Bkash CashOut অপশনটি ক্লিক করুন।
- তারপরে, আপনার পছন্দ মতো যে কোন ভাষা সিলেক্ট করুন যেমন- বাংলা টু ইংরেজি।
- এরপরে, বিকাশ একাউন্ট নম্বর টাইপ করুন।
- এরপরে, আপনার কত টাকা ক্যাশ আউট করার প্রয়োজন সেই পরিমাণ টাইপ করুণ।
- তারপরে, আপনার নম্বরে একটি এসএমএস দেওয়া হবে সেখান থেকে সিকিউরিটি কোডটি দিয়ে দিবেন।
- তারপরে আপনার দেওয়া তথ্য গুরো ভাবে ভাবে যাচাই করে নিবেন।
- সর্বশেষ কাজ হলো আপনার বুথ থেকে টাকা সংগ্রহ করা।
আপনি যদি উক্ত আলোচনা মনযোগ দিয়ে পড়েন। তাহলে আপনি বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারছেন।
আরো পড়ুনঃ
- মোবাইল দিয়ে বিকাশে টাকা আয় । এবার আয় হবে দেশী সাইট থেকে
- ঘরে বসে মাসে মোবাইল ফোন দিয়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করার সহজ উপায়
শেষ কথাঃ
তো বন্ধুরা, আজ আমাদের এই আর্টিকেল পড়ে শিখতে পারলেন, বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে।
আমরা বেশ কয়েকটি উপায় আপনাকে দেখিয়ে, সেগুলোর মধ্যে আপনি যে কোন একটি উপায় অবলম্বন করে সহজেই বিকাশ থেকে টাকা উত্তলণ করতে পারবেন।
আমাদের দেওয়া আর্টিকেল আপনার কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের দেওয়া আর্টিকেল শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।
2 comments
Rakibul Sep 29,2022
SHARE YOUR THOUGHTS
Omor Faruk May 11,2023
hotovaga.com/blog/withdraw-bkash/8904