icon
Page

যাদের একাধিক আইডি আছে তাদের সকল আইডি রিমোভ হয়ে যাবে।

পেমেন্ট, ট্রান্ফার ও উইথড্র সংক্রন্ত নীতিমালা

হতভাগা ডট কম এ আপনাকে সাগতম

আপনি যদি হতভাগা ডটকম ওয়েবসাইটের একজন নিয়মিত ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে, হতভাগা ডট কম প্রতিনিয়ত ইউজারদেরকে পেমেন্ট করে আসছে। ইদানিং পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এখানে পেমেন্ট বা ওয়ান ট্রান্সফার সংক্রান্ত কিছু নীতিমালা প্রণয়ন করা হলোঃ

আইডি কেন ব্লক বা সাসপেন্ড হয় এখানে দেখুন।

হতভাগা ডট কম থেকে কিভাবে ইনকাম করবো? ইউজার গাইড এখানে দেখুন।

পেমেন্ট সংক্রান্ত নীতিমালাঃ

১। হতভাগা ডট কম সর্বনিম্ন ২০ টাকা হলে মোবাইল রিচার্জ ,  ১০০ টাকা হলে নগদ সেন্ড মানি এবং মিনিমাম ৫০০ টাকা হলে বিকাশ ও রকেট একাউন্টে  উইথড্র দিতে পারবেন।

২। যারা মোবাইল রিচার্জ এর মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন তারা শুধুমাত্র বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক প্রিপেইড একাউন্টে রিচার্জ নিতে পারবেন।

৩। মোবাইল রিচার্জ শুধুমাত্র প্রিপেইড নম্বরে করা হয়, যদি কেউ পোস্টপেইড অথবা গ্রামীণফোন স্কিটো সিমে রিচার্জ দিয়ে থাকেন, তাহলে সেটা অটোমেটিক ক্যানসেল হয়ে যাবে। তাই কোনরকম ঝামেলা ছাড়াই পেমেন্ট গ্রহণ করার জন্য মোস্ট পেইড অথবা গ্রামীণফোন স্কিটো সিমে রিচার্জ রিকুয়েস্ট দিবেন না।

৪। আপনি যদি ফেক ইমেইল এড্রেস অথবা মোবাইল নম্বর ব্যবহার করে থাকেন তাহলে যেকোনো সময় এটি ভেরিফাই হতে পারে। আপনি যদি ভেরিফিকেশনে উত্তীর্ণ না হতে পারেন সে ক্ষেত্রে আপনার পেমেন্ট বাতিল হয়ে যেতে পারে। অবশ্যই আপনাকে সঠিক মোবাইল নম্বর এবং সঠিক ইমেইল দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।

কি কি কারনে পেমেন্ট ক্যানসেল হতে পারে?

১। আপনি যখনই পেমেন্ট রিকোয়েস্ট দিবেন, তার সাথে আমাদের সফটওয়্যারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক ভাবে আপনার অ্যাকাউন্টটিকে স্ক্যান করবে। আপনি যদি কোন রকম নীতিমালা পরিপন্থী কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এমনকি আপনার একাউন্টে চিরতরে সাসপেন্ড ও হতে পারে। 

যেমন, 

১। আপনি যদি একই ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট করে কাজ করতে থাকেন।

২। একাধিক অ্যাকাউন্ট করে সেখানে পয়েন্ট জমা করে সকল পয়েন্ট একটি একাউন্টে ট্রান্সফার করে উইদ্র দিয়ে থাকেন। 

৩। আপনি যদি একই ডিভাইস থেকে নিজে নিজে রেফার একাউন্ট তৈরি করে থাকেন।

৪। এছাড়া আপনার রেফারেল অ্যাকাউন্ট গুলো যদি ভেলিড না হয়, অর্থাৎ ফেক ইমেইল, মোবাইল নম্বর প্রভাইড করে থাকে।

কি কি কারনে পয়েন্ট কর্তন হতে পারে?

অনেক সময় দেখা যাচ্ছে অনেকের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ভাবে পয়েন্ট মাইনাস হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হতে পারে,

১। একই ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট করা।

২। বিভিন্ন ডিভাইস বা আইপি ব্যবহার করে ফেক রেফার তৈরি করা।

৩। কাউকে হায়ার করে শুধুমাত্র পয়েন্ট অর্জন করার জন্য রেফার তৈরি করা।

৪। বিভিন্ন ফেক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কাজ করে সে একাউন্ট মেইন একাউন্টে ট্রান্সফার করে উইথড্র রিকুয়েস্ট দেওয়ার কারণে আপনার পেমেন্ট ক্যানসেল হয়ে একাউন্ট থেকে মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফান্ড ট্রান্ফার সংক্রান্ত নীতিমালাঃ

১। সর্বনিম্ন ২০০ পয়েন্ট হলে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

২। একই ব্যক্তি একাউন্ট করে এক অ্যাকাউন্ট থেকে অন্য একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন না এতে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।

৩। শুধুমাত্র জরুরী প্রয়োজনে বন্ধুদেরকে ফান্ড ট্রান্ফার করতে পারবেন। এতে কোন সমস্যা নেই। 

অবশ্যই এখানে আমাদের যে নীতিমালা গুলো রয়েছে তা ভালোভাবে পড়ে তারপর এখানে সঠিকভাবে কাজ করুন অবশ্যই পেমেন্ট পাবেন। আমাদের এই ওয়েবসাইটে প্রায় ১০টি উপায়ে ইনকাম করা যায় বিস্তারিত এখানে দেখুন

Home
Task
My Team
Latest News
User Guide