হতভাগা ডট কমে আপনাকে স্বাগতম
ইতিমধ্যে অনেকেই কমপ্লেইন করছেন যে আমার আইডি ব্লক হয়ে যাচ্ছে? আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে? বা আইডি থেকে পয়েন্ট মাইনাস হয়ে যাচ্ছে এর কারণ কি?
হতভাগা ডটকমের অবশ্যই নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে নিয়মকানুন মেনে এই ওয়েবসাইটে কাজ করে টাকা উত্তোলন করতে হবে। যদি কেউ নিয়ম কানুন বহির্ভূত কোন কাজ করে থাকেন তাহলে তার আইডি যে কোন সময় সাসপেন্ড বা ব্লক হয়ে যেতে পারে। অথবা আইডি থেকে পয়েন্ট কর্তন হয়ে যেতে পারে। এমনকি পেমেন্ট ক্যানসেল হয়ে যেতে পারে।
আইডি সাসপেন্ড বা ব্লহ হওয়ার বেশ কিছু কারন রয়েছে। যেমন,
১। একই ডিভাইস থেকে এখাধিক আইডি ক্রিয়েট করলে। একজন ইউজার একটি ডিভাইস দিয়ে শুধুমাত্র একটি আইডি অপেন করতে পারবে। একাধিক আইডি তৈরি করলে যেকোন সময় আইডি সাসপেন্ড, রিমোভ বা ব্লক হয়ে যাবে।
২। ফেক বা নিজে নিজে রেফার তৈরি করলে। আইডি থেকে পেমেন্ট কেন্সেল বা পয়েন্ট মাইনাস হয়ে যাবে। এটা সম্পূর্ণ এই ওয়েবসাইট এর নীতিমালার বাইরে।
৩। ডুপ্লিকেট একাউন্ট তৈরি করলে।
৪। নিয়ম না মেনে কাজ করলে।
৫। টাস্ক বা গুল সার্চ এর কাজ করার সময় ভুয়া বা ডুপ্লিকেট স্ক্রিনসট সাবমিট করলে আইডি সাসপেন্ড হয়ে যাবে। এমনকি পয়েন্ট মাইনাস সহ আইডি রিমোভ হয়ে যেতে পারে।
৬। প্রত্যেকটি কাজ করার সময় টাইম মেইনটেইন করতে হবে। নির্দেশনা অনুযায়ী সময় ব্যায় করতে হবে।
বি:দ্র: আমাদের সাইটের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ইউজার যাচাই করা হয়। সুতরাং ইউজার যেকোন রকম অনিয়ম করলে সাথে সাথে সেটা ডিটেক্ট হয়ে যাবে। অবশ্যই নীতিমালা মেনে কাজ করতে হবে।