অনলাইনে দ্রুত ও সম্মানজনক টাকা ইনকামের জন্য অনেকেই এখন দেশী সাইট বাদ দিয়ে বিদেশী সাইটগুলোতে বেশী মনোযোগী হচ্ছে তাদের ইনকাম ব্যবস্থা উন্নত ও সম্মানজনক হওয়ায়। যাদের তুলনায় দেশী সেক্টরের ইনকাম যেন বলার মতো নয়। তাই অত্র নিবন্ধে আমি দেশী সেক্টর বাদ দিয়ে কয়েকটি বিদেশী সেক্টরের কথা তুলে ধরেছি। যে ওয়েবসাইটগুলোতে ধৈর্য, দক্ষতা ও মনোযোগের সাথে কাজ করলে ও লেগে থাকলে অবশ্যই একটা সময়ে সফল হওয়া যাবে।
শিক্ষিত বেকার আমাদের দেশের একটি জাতীয় সমস্যা। এ সমস্যা থেকে উত্তোরণের একমাত্র উপায় হলো সরকারী-বেসরকারী চাকুরীর আশায় ঘরে বসে না থেকে গ্লোবালাইজেশন জব সেক্টরে চেষ্টা করা ও নিজের মেধার বিকাশ ঘটানো।
মনে রাখতে হবে- বর্তমান ইন্টারনেট ও অবাধ তথ্য বাণিজ্যের সুবাধে আন্তর্জাতিক মার্কেট প্লেস এখন হাতের মুঠোয়।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই যে কেউ ইচ্ছে করলেই ফ্রিল্যান্সিং, কনটেন্ট ব্লগিং ও ইউটিউবিং কাজ করে স্বাবলম্বী হতে পারে নিশ্চিত ও নিশ্চিন্তে। তেমনি কিছু মার্কেট প্লেস নিয়ে কথা বলবো এই আর্টিক্যালে। ধৈর্য ও মনোযোগ সহকারে তা পড়ুন জানুন এবং নিশ্চিন্তে আজ থেকেই কাজে লেগে পড়ুন।
এর জান্য আপনার লাগবে শুধু সদিচ্ছা, একটি ডেস্কটপ/লেপটপ/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ। তাহলেই আপনি ঘরে বসে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকামের জগতে প্রবেশ করতে পারবেন নিশ্চিতভাবে।
অন্তত দৈনিক ৫০০-১৫০০ টাকা ইনকাম করা যাবে অতি সহজেই।
বিদেশী বিশ্বস্ত ইনকাম সাইট কি কি:
আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করার জব সেক্টর রয়েছে প্রচুর, যা শুধু শত শত নয়, হাজারে হাজার। এখানে আমি শুধু আমার অভিজ্ঞতায় করা কয়েকটি সেক্টরের কথা বলবো, যেখানে আপনারা নির্ভাব্নায় কাজ করতে পারবেন নিশ্চিত ইনকাম পেয়ে।
আমরা সবাই জানি যে ইউটিউব থেকে প্রচুর ইনকাম করা যায় ভিডিও-অডিও বডকাস্ট পোস্ট করে এর সাথে আরো অনেক বাণিজ্যিক মাধ্যমে। আমি সেদিকে যাবো না।
আমি যেসব ইনকাম সাইটে অতি সহজেই কাজ করে ইনকাম করা যায় বা যাবে তাদের কয়েকটি নাম হলো-
- ySense
- Swagbucks
- 2CapTcha
- Picoworker
কেন বিদেশী ইনকাম সাইটে কাজ করতে হবে:
আপনি যদি বাস্তবে দেশী ও বিদেশী দুটি ইনকাম সাইটে কাজ শুরু করেন তখন নিজে থেকেই এর পার্থক্যটুকু বুঝে যাবেন। এর একটাই কারণ, দেশী সাইটে পেমেন্ট পরিমাণ সামান্য হয় এবং বেদেশী সাইটের সামান্য ডলার, পাউন্ড, ইউরোও আমাদের দেশী টাকার তুলনায় দশ-বিশগুণ বেশী হয়।
কিভাবে বিদেশী ইনকাম সাইটে কাজ করবেন:
বিদেশী ইনকাম সাইটে কাজ করতে হলে তাদের শর্ত ও পেমেন্ট মেথড মেনে কাজ করতে হয় বা হবে। প্রত্যেকটি সাইটেই সেসব শর্ত পেমেন্ট মেথডসহ লিপিবদ্ধ থাকে।
কাজের সুবর্ণ সময় কখন কিভাবে:
অনলাইন ফ্রিল্যান্সিং ইনকাম সাইটে যারা কাজ করেন তারা একবাক্যে সকলেই জানেন যে, বিদেশীদের কর্মদিবস মানে আমাদের বাংলাদেশ সময়ের রাত।
তাই আমাদের দেশ থেকে কাজ করতে হলে তা রাতেই করতে হয় বা হবে, যদিও দিনের বেলায় কাঙ্খিত কাজের খসড়া করে রাখা যেতে পারে।
কোন কোন সাইট ও সেক্টরে নিশ্চিন্তে কাজ করা যাবে:
অনলাইনে দ্রুত ও সম্মানজনক টাকা ইনকামের জন্য অনেকেই এখন দেশী সাইট বাদ দিয়ে বিদেশী সাইটগুলোতে বেশী মনোযোগী হচ্ছে তাদের ইনকাম ব্যবস্থা উন্নত ও সম্মানজনক হওয়ায়। যাদের তুলনায় দেশী সেক্টরের ইনকাম যেন বলার মতো নয়।
তাই অত্র নিবন্ধে আমি দেশী সেক্টর বাদ দিয়ে কয়েকটি বিদেশী সেক্টরের কথা তুলে ধরেছি। যে ওয়েবসাইটগুলোতে ধৈর্য, দক্ষতা ও মনোযোগের সাথে কাজ করলে ও লেগে থাকলে অবশ্যই একটা সময়ে সফল হওয়া যাবে।
অনলাইনে যেসব সেক্টরে নিশ্চিত ইনকাম করা যায় তা হলো-
১. গুগুল এডসেন্স ইনকাম
২. ইন্টারনেট সার্চ ইনকাম
৩. ফাইল, ডকুমেন্ট ও আর্টিক্যাল আপলোড-পেটাস্ট করে ইনকাম
৪. ভিডিও পোস্ট করে ও দেখে ইনকাম
৫. ক্যাপচা এন্ট্রি করে অতি সহজ ইনকাম
৬. এডস দেখে ইনকাম
৭. লিংক শর্ট করে ইনকাম
৮. ব্রাউজ করে ই্নকাম
৯. রেডিও শুনে ও পডকাস্ট ইনকাম
১০. গেম খেলে ইনকাম ইত্যাদি ইত্যাদি।
এবার দেখুন বিদেশী কয়েকটি সাইটের ইনকাম বিবরণী-
ySense: অনলাইন ইনকামের বিশ্বস্ত বিদেশী ইনকাম ওয়েবসাইট:
আপনি যদি কোনো কাজে অভিজ্ঞ না হয়ে থাকেন কিন্তু তারপরও দ্রুত ইনকামের চিন্তা করে থাকেন তো আপনার জন্য একটি বিশ্বস্ত বিদেশী ইনকাম সাইট হলো ySense.com।
এ সাইটে আপনি প্রবেশ করে বিনামূল্যে একাউন্ট তৈরী করে পে-সার্ভেসহ ক্যাশ অফারগুলোতে কাজ করতে পারেন। এখানে বিভিন্ন উপায়ে কাজ করে ইনকাম করা যায়।
আরো যেমন-ভিডিও দেখে ইনকাম, বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপসগুলোতে ইনকাম, অ্যাপস ডাউনলোড করে ইনকাম এবং বিভিন্ন ব্যক্তিদের রেফার করার মাধ্যমে ইনকাম। বিশ্বের সবদেশের নাগরিকদের জন্যই এ সাইটটিতে ইনকাম করার জন্য উম্মুক্ত। তাই আজই এ সাইটটিতে প্রবেশ করে আপনার জি-মেইল একাউন্ট দিয়ে একটি একাউন্ট প্রোফাইল তৈরী করে ফেলুন।
তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে যে কোনো ব্রাউজারে প্রবেশ করে লিখুন-
https://www.ysense.com/surveys
অতঃপর চাহিদাকৃত ধাপ অনুসরণ করে রেজিষ্ট্রেশন করে ফেলুন।
এই সাইটটিতে চেকলিস্ট বোনাস এরও ব্যবস্থা রয়েছে। কিছু কিছু অফার ৫ ডলারেরও বেশী পেমেন্ট করে থাকে প্রতিদিন মাত্র কয়েকটি অফার সমীক্ষণের মাধ্যমে। প্রোফাইল হোমপেজে এই চেকলিস্ট বোনাস দেখা যেতে পারে।
এছাড়াও আপনার ইউআরএল প্রচার করেও এখান থেকে ইনকাম করা যায়। আপনার অধীনে যত সদস্য বেশী থাকবে ততই আপনার কমিশন উপার্জন ব্যবস্থা উর্ধ্বগামী হবে।
কাজেই এই অনলাইন পেইড সার্ভে সাইটটি হতে পারে আপনার ইনকামের জন্য একটি সহজ সুযোগ।
Swagbucks: অনলাইনে টাকা ইনকামের বিশ্বস্ত বিদেশী সাইট:
ySense এর মতই আরো একটি বিশ্বস্ত বিদেশী পেইড সার্ভে প্রশ্নোত্তর ভিত্তিক ইনকাম সাইট হলো Swagbucks। এই সাইটটিতেও ইনকাম করতে কোনো ইনভেস্ট এর প্রয়োজন পড়ে না।
এ সাইটে বিভিন্ন রকমের ছোট ছোট কাজ করে ডলারে ইনকাম করা যায়।যা পেপাল ও গিফট কার্ড এর মাধ্যমে পেমেন্ট পাওয়া যায়। Swagbucks সাইটের সদস্য হয়ে পুরস্কার সাইটে যোগদান করেও সহজে ইনকাম করা যায় বা যাবে।
কিভাবে এ মেথড থেকে ইনকাম করতে হয় হবে তা জানতে হলে স্ক্রল করুন- ‘How Do You Earn Your First $50 on Swagbucks?’ এই লিংকে।
ওয়েবসাইট লিংক- https://www.swagbucks.com
2Captcha - টাকা আয় করার রিয়েল বিদেশি ইনকাম ওয়েবসাইট:
ক্যাপচা পূরণের একটি বিশ্বস্ত প্লাটফর্ম হলো 2Captcha। এই বিদেশী ইনকাম সাইটে বিভিন্ন আকারের ক্যাপচা কোড পূরণের মাধ্যমে অর্থাৎ সঠিক নির্ভুলভাবে টাইপ করে অতি সহজেই ইনকাম করা যায়।
প্রতি এক হাজার ক্যাপচা পূরণ করে এক ডলার পাওয়া যায়। এভাবে দিনে পাঁচ-ছয় হাজার ক্যাপচা কোড পূরণ করে প্রতিদিন সহজেই পাঁচ থেকে সাতশত টাকা ইনকাম যাবে।
অনলাইনের ইনকাম জগতে প্রবেশ করা প্রত্যেক ফ্রিল্যান্সারই তাদের ইনকামের শুরুটা করে থাকে এই ক্যাপচা টাইপিং করে। কারণ, এটি করতে কোনো যোগ্যতা অভিজ্ঞতা স্কিল লাগে না।
এই সাইটটিতে প্রবেশ করার লিংক হলো- https://2captcha.com
Picoworker: ইনকাম সাইট:
আপনার যদি কোনো প্রকার কাজের পূর্ব অভিজ্ঞতা না ও থাকে তবুও আপনি এ সাইটটিতে ইনকাম করতে পারবেন সার্ভেতে অংশ গ্রহণ করে এবং অন্যান্য আরো ছোট ছোট কাজ করে।
যেমন- অ্যাপ ডাউনলোড করে, অন্য কারো সাইটে রেজিষ্ট্রেশন করে।
এই কাজগুলোর প্রতিটিতেই $0.30-$1/2.00 ডলার পর্যন্ত ইনকামের সুযোগ থাকে। এভাবে এখানে প্রতিদিন ৫-১০ ডলার ইনকাম যাবে, যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫০০ টাকা পর্যন্ত হবে।
এই সাইটটিতে প্রবেশের লিংক হলো- https://picoworkers.com
ইনভেস্ট করা না করা ও পেমেন্ট মেথড নিয়ে ভাবনা:
অনলাইনে কাজ করার বিষয় নিয়ে শুরুতেই অনেকে নানা রকম বিভ্রান্তিতে পড়ে থাকেন। আসলেই অনলাইনে ইনকাম করা যাবে তো? সবই ভূয়া না তো আবার? এসব ইত্যাদি প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। তাদের জন্যই অত্র আর্টিক্যাল পজেটিভ বার্তা নিয়ে আসছে।
যারা অনলাইনে কর্মদক্ষ তারা এ সেক্টর থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে তাদের যোগ্যতা ও অভিজ্ঞতার আলোক বিচ্ছুরণ ঘটিয়ে।তাই অনভিজ্ঞরাও যে একেবারে ব্যর্থ হচ্ছে তা বলা যায় না বা যাবে না।
বিনা পূঁজিতে ইনকামের অপূর্ব সেক্টর হলো অনলাইন ইনকাম সেক্টর, যেখানে প্রচুর কাজ ও ইনকামের নিশ্চিত সুযোগ রয়েছে। এখন প্রয়োজন শুধু ধৈর্যের সাথে পরিশ্রম করে যাওয়া ও লেগে থাকা।
সতর্কতা ও পরামর্শ:
মসজিদেও যেমন জুতা চোর থাকে, বাজারেও যেমন চোর-বাটপার-পকেটমার থাকে তেমনি অনলাইন জগতেও কিছু অসাধু প্রতারক চক্র আছে, যারা প্রতারণার ফাঁদ পেতে গ্রাহকদের বঞ্চিত ও বিভ্রান্ত করে থাকে। তাদের এদের খপ্পর থেকে সাবধান সচেতন থাকতে হবে।
বিভিন্ন সাইটে পরীক্ষামূলক কাজ করতে গেলেই বুঝা যাবে যে কোনটি ফেক ও কোনটা অথেনটিক। তার পাশাপাশি দেশী সাইটগুলোতেও ইনকামের চেষ্টা করতে হবে, যদিও তা কম আয়ের হয়।
দেশী পণ্য কিনে হও ধন্য এই শ্লোগানের মতো দেশী সাইটগুলো থেকেও মুখ ফিরিয়ে নিলে হবে না।
শেষের কথা:
এতোক্ষণ ধৈর্যধরে আমার আর্টিক্যালটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি যথা সাধ্য চেষ্টা করেছি আপনাদের মনের মতো করে আর্টিক্যালটি সাজাতে। তারপরও কোথাও কোনো ভুল-ভ্রান্তি হয়ে থাকলে আপনারা নিজগুণে ক্ষমা করে নেবেন। পরিশেষ কথন হচ্ছে- হতভাগা ডটকম এর মাধ্যমে আপনারা আপনাদের ইনকামের সুযোগটি গ্রহণ করুন এবং নিয়মিত কাজে লেগে থাকুন। অত্র https://hotovaga.com এ নিজে কাজ করুন ও অন্যদেরকেও কাজ করতে উৎসাহিত করুন।
3 comments
Mstsumaya Dec 09,2024
Onek valo akta said
Mustarifa Meheq Dec 12, 2024
অনেক ভালো একটা সাইট
Mustarifa Meheq Dec 12,2024
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এরকম একটা সাইট শেয়ার করার জন্য
Mustarifa Meheq Dec 12,2024
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এরকম একটা সাইট শেয়ার করার জন্য