icon
Article Details

হতভাগা ডট কম একটি একটি অনলাইন ইনকাম সাইট। এখানে রেজিস্টার করে প্রতিদিন ইনকাম করার পাশাপাশি ফ্রিতে ব্লগিং কোর্স করতে পারবেন। বিস্তারিত এখানে

দিনে ৬০০ টাকা ইনকাম করার উপায় -কিভাবে ঘরে বসে ইনকাম করবো ?

img by Sara ibnat
07 Jan, 2024

আমরা সবাই অনলাইনে থেকে ইনকাম করার কথা চিন্তা করি । বর্তমানে অনলাইন থেকে ইনকাম করার নানা উপায় রয়েছে।যেখান থেকে আপনি চাইলে দিনে ১ থেকে ২ ঘণ্টা সময় ব্যয় করে ইনকাম করতে পারবেন।

আজকের আর্টিকেল এ এমন কিছু সাইট নিয়ে আলোচনা করব যেখান থেকে আমরা প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবো ।

ব্লগিং 

বর্তমানে অনলাইন ইনকাম সাইট হিসেবে ব্লগিং একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম।আমরা প্রায় সবাই কমবেশি ব্লগিং সম্পর্কে জানি। হয়তো আমাদের আশেপাশেই অনেক এ ব্লগিং করে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা ইনকাম করে ।যারা ব্লগিং করে তাদের বলা হয় ব্লগার।

অনেক এই ফুল টাইম আবার অনেক এ পার্ট টাইম হিসেবে ব্লগিং করে।যারা ফুল টাইম ব্লগিং করছে তারা ব্লগিং টাকে পেশা হিসেবে বেছে নিয়েছে। বর্তমানে ব্লগিং করে মাসে ২০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে ।

ব্লগিং এর জন্য আপনাকে প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। সেখানে আপনাকে অনেক প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে হবে। যখন কোনো ভিজিটর আপনার ওয়েবসাইট এ ভিজিট করবে তখন আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। ব্লগিং করার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে।

যেমন :ভালো একটি ব্লগ টপিক নির্বাচন করতে হবে, ব্লগিং প্লাটফর্ম নির্বাচন করতে হবে, ডোমেইন এন্ড হোস্টিং ,ওয়ার্ড প্রেস ইন্সটল করা,ওয়ার্ড সাইট ডিজাইন করা,পোস্টগুলা শেয়ার করা,গুগলে এডসেন্স এর মাধ্যমে উপযোগী করা ইত্যাদি কয়েকটি স্টেপ ফলো করতে হবে।

মনে রাখবেন যে বিষয় আর ব্লগিং করবেন টা সম্পূর্ণ ইউনিক হতে হবে ।কোনো রকম কপি গ্রহণযোগ্য নয়।

কন্টেন্ট রাইটিং

কন্টেন্ট রাইটিং হলো কোনো একটি বিষয় কে ইউনিক ভাবে লেখার মাধ্যমে উপস্থাপন করা।যেমন: কোনো ওয়েবসাইট এ লেখা, পত্রিকায় লেখা, ম্যাগাজিনে লেখা এবং অনলাইন এ কন্টেন্ট রাইটার এর কাজ করা। কন্টেন্ট রাইটিং একটি সৃজনশীল কাজ হওয়ায় অনলাইন এবং অফলাইন এ এর ব্যাপক চাহিদা রয়েছে।

একজন ভালো কন্টেন্ট রাইটার হওয়া খুব বেশি কঠিন কাজ নয়।তবে একজন ভালো মানের কন্টেন্ট রাইটার হওয়ার জন্য আপনাকে কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে।

যেমন :

অনলাইন এ লেখা কন্টেন্ট রাইটিং গুলো বেশি বেশি ফলো করতে হবে।

  1. সঠিক ভাবে ব্যাকরণ অনুযায়ী লিখতে হবে।
  2. বানান সঠিক ভাবে লিখতে হবে।
  3. দ্রুত লিখার অভ্যাস করতে হবে।
  4. লেখার বৈচিত্র্য আনতে হবে ।

একজন ভালো মানের কন্টেন্ট রাইটার অনলাইন বা অফলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন।আপনি চাইলে নিজের ওয়েবসাইট তৈরি করে বা অন্যের ওয়েবসাইট এ কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ।

 

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

ওয়েব সাইট এর বাহ্যিক রূপ কে বলা হয় ওয়েব ডিজাইন ।একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটা নির্ভর করে ওয়েব ডিজাইন এর উপর।এবং যে এই ওয়েব সাইট গুলো ডিজাইন করে তাকে বলা হয় ওয়েব ডিজাইনার।

একটি ওয়েবসাইট কে ব্যবহার উপযোগী বা ফাংশনাল করার জন্য নানা রকম কাজ করতে হয় আর এই কাজগুলোকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট।

বর্তমানে অনলাইন এর যুগে ওয়েব ডিজাইনার এর ব্যাপক চাহিদা রয়েছে।তবে একজন ভালো মানের ওয়েব ডিজাইনার হওয়া খুব সহজ কথা নয়। এর জন্য আপনাকে প্রচুর সময় এর প্রচুর পরিশ্রম করতে হবে।

কাজ কিভাবে পাবেন?

ভালো মানের ওয়েব ডিজাইনার এর কদর সব জায়গায় ।আপনি যদি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারেন তাহলে আপনি বিভিন্ন কোম্পানি হয়ে বা বিভিন্ন মার্কেটপ্লেস বা বিভিন্ন ওয়েবসাইট এ কাজ করে দিনে ৫০০ থেকে ১০০০ তাকাইনকাম করতে পারবেন।

নিচে কয়েকটি ওয়েবসাইট এর তালিকা রয়েছে যেখানে আপনি অনলাইন এ জব পেতে পারেন।

  1. https ://www.upwork .com
  2. https://www.freelancer.com
  3. https://www.guru.com
  4. https://fiverr.com

উপরের ওয়েবসাইট এর মাধ্যমে আপনারা অনেক কাজ পেয়ে যাবেন এবং ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স মানে চিত্র আর ডিজাইন মানে অংকন করা। অর্থাৎ কোনো কিছু অংকন করে উপস্থাপন করলে তাকে বলা হয় গ্রাফিক্স ডিজাইন। আমাদের ব্যবহৃত ওয়েবসাইট এর ডিজাইন, লগো এবং বিভিন্ন পোস্ট এ যে ছবিগুলো দেখতে পাই এর সবই হলো গ্রাফিক্স ডিজাইন এর উদাহরণ ।

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর একটি অন্যতম জনপ্রিয় কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন।আপনি যদি ভালো করে গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারেন তাহলে মাসে ১লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং সার্ভিস

অনলাইনে কোনো কিছু মার্কেটিং করাকে অনলাইন মার্কেটিং বলা হয়।সেটি হতে পারে ইউটিউব মার্কেটিং,ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি।

বর্তমান এই ইন্টারনেট এর যুগে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না।আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

Related News

View All

To Write Your Thoughts Please Log in First

Login
Home
Task
My Team
Latest News
User Guide