বর্তমানে অনেকেই রয়েছে যারা নিজের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করার সময় এবং ওয়েবসাইট নিয়ে কাজ করার সময় বাংলাতে টাইপ করতে চান? বিশেষ করে, যারা ব্লগিং করছে, ব্লগ আর্টিকেল লিখছে, ফেসবুকে চ্যাটিং করছে। তাদেরকে অনেক সময় বাংলায় টাইপ করতে হয়।
সহজ ভাষায় বলতে গেলে, এন্ড্রয়েড মোবাইলে বাংলা টাইপ করতে চাইলে, অবশ্যই বাংলা কিবোর্ড অ্যাপস ডাউনলোড করতে হবে।
তাই আজকের এই আর্টিকেলে এন্ড্রয়েড মোবাইলের জন্য বাংলা টাইপ করার নিয়ম। এবং বাংলা টাইপিং অ্যাপস ডাউনলোড সম্পর্কে স্টপ বাই স্টেপ ধারনা দেয়ার চেষ্টা করব।
বর্তমানে বাংলা টাইপ করার জন্য, অনলাইনে অসংখ্য পরিমাণের বাংলা কিবোর্ড পাওয়া যায়। তার মধ্যে আমি একটি জনপ্রিয় বাংলা টাইপিং কী-বোর্ড ডাউনলোড সম্পর্কে বলে দিব। সেই সাথে কিভাবে সেই সফটওয়্যার ব্যবহার করে মোবাইলে বাংলা টাইপ করবেন তার বিষয়ে বিস্তারিত।
এখন আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইলে বাংলা টাইপ করার নিয়ম সম্পূর্ণ জানতে চান? আমাদের লেখাটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত করুন।
এন্ড্রয়েড মোবাইলে বাংলা টাইপ করার নিয়ম
আপনারা যে কোন এন্ড্রয়েড মোবাইলে বাংলা ভাষায় টাইপ করতে চাইলে জনপ্রিয় একটি অ্যাপস হলো Google indic keyboard.
Google indic keyboard এন্ড্রয়েড মোবাইলের জন্য একটি বাংলা টাইপিং কিবোর্ড। যা ব্যবহার করে আপনারা ইংরেজি সহ বিভিন্ন ভাষায় টাইপিং করতে পারবেন।
আপনি যেহেতু বাংলা শুদ্ধ ভাষায় মোবাইলে টাইপ করতে চান? Google indic keyboard এই টাইপিং অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
গুগল প্লে স্টোর থেকে এন্ড্রয়েড মোবাইলের জন্য এই বাংলা টাইপিং কিবোর্ড ডাউনলোড করার জন্য প্রথমে, প্লে স্টোরে প্রবেশ করুন। তারপর সার্চ বক্সে Google indic keyboard লিখে সার্চ করুন। এবং ইনস্টল বাটনে ক্লিক করে মোবাইলে ডাউনলোড করে নেন।
এখন চলুন অ্যান্ড্রয়েড মোবাইলে, Google indic keyboard ইন্সটল করে বাংলা টাইপ করার নিয়ম সম্পর্কে।
এন্ড্রয়েড মোবাইলে বাংলা টাইপ করার নিয়ম - স্টেপ বাই স্টেপ জানুন!
Google indic keyboard ব্যবহার করে মোবাইলে বাংলা লিখতে চাইলে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে, নিচে দেওয়া পদক্ষেপ গুলো অনুসরণ করে, যে কোন এন্ড্রয়েড মোবাইলে বাংলা লেখা শুরু করতে পারবেন।
তাহলে আসুন এন্ড্রয়েড মোবাইলে বাংলা টাইপ করার নিয়ম সম্পর্কে জেনে নেয়া যাক।
মেয়ে কন্ঠে কথা বলার সফটওয়্যার ডাউলোড করুন - Girl Voice Speaking Software
পদক্ষেপ- ১
অ্যান্ড্রয়েড মোবাইলে Google indic keyboard ইন্সটল করে সেটি ওপেন করবেন। অ্যাপ ওপেন করা হয়ে গেলে আপনার সেখানে কিছু অপশন সেটআপ করে নেবেন। তারপর এই কিবোর্ডের মাধ্যমে বাংলা টাইপ করতে পারবেন।
তারপ জন্য, Google indic keyboard চালু করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিছু অপশন দেখাবে। তার মধ্যে “enable in settings” এই অপশনে সরাসরি ক্লিক করে দিবেন।
পদক্ষেপ- ২
আপনি “enable in settings” অপশনে ক্লিক করার পরে, “virtual keyboard settings” নামের একটি অপশন দেখতে পারবেন।
এখন উপরে যে অপশনটি দেখতে পারছেন। সেখানে আপনাদের এন্ড্রয়েড মোবাইলে Gboard ও Google voice typing activate থাকবে। সেখান থেকে আপনি Google indic keyboard এর অপশন এ ক্লিক করে এক্টিভ করে দিবেন।
পদক্ষেপ- ৩
ইন্ডিক কিবোর্ড চালূ করার সঙ্গে সঙ্গে আপনারা একটি পপ-আপ নোটিশ দেখতে পারবেন।
উক্ত নোটিশের নিচে থাকা Ok বাটনে ক্লিক করে দিবেন।
পদক্ষেপ- ৪
আপনি উক্ত ছবিতে থাকা Ok বাটনে ক্লিক কার পরে, Select input method নামে একটি অপশন দেখাবে।
আপনারা সরাসরি উক্ত অপশনে ক্লি করে দিবেন।
পদক্ষেপ- ৫
তারপরে, আপনারা এখন নিজের ভাষা সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন।
এখন আপনারা কোন ভাষায় টাইপ করতে চান? সেটি সিলেক্ট করে নিবেন।
পদক্ষেপ- ৬
ভাষা পরিবর্তন বাটনে ক্লি করলে, আরো অনেক গুলো ভাষা দেখতে পারবেন।
আপনি উক্ত সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বাটনে ক্লিক করে দিবেন।
পদক্ষেপ- ৭
আপনারা উক্ত ছবি দেখতে পারছেন কিছু তালিকা। সেখান থেকে কিবোর্ড অপশনে ক্লিক করে দেবেন। তার পরে System language চালু করে দিবেন।
পদক্ষেপ- ৮
System language অপশনে ক্লিক করে, সেটি Disable করে নিচের দিকে গিয়ে Bengali & English অপশনে ক্লিক করে দিবেন।
তারপরেই মূলত আপনারা মোবাইলে বাংলা টাইপিং শুরু করতে পারবেন।
শেষ কথাঃ
তো সর্বশেষ আলোচনায় আপনাকে বলতে চাই, আপনি যদি ইংরেজি লিখে বাংলা করতে চান? তাহলে এই অ্যাপসটি ব্যবহার করুন। আবার আপনি যদি সরাসরি এই অ্যাপস ব্যবহার করে, শুধু বাংলা লিখতে চান, সেই সুবিধাও নিতে পারেন।
আপনি আমাদের দেওয়া পদক্ষেপ অবলম্বন করে, কাজ করতে পারলে, Google indic keyboard ডাউনলোড করে বাংলা টাইপিং শুরু করতে পারবেন।
এছাড়া, আপনি যদি এই সাইট থেকে এন্ড্রয়েড মোবাইলের জন্য আরো নতুন কোন অ্যাপস সম্পর্কে জানতে চান? তাহলে সাইটটি নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।
0 comments