ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার স্টেপ বাই স্টেপ গাইড

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি: বর্তমানে অনলাইন থেকে ইনকাম করার যুগ উপযোগী এবং নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ব্লগিং। ব্লগিং করে প্রতিমাসে 50 হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায় অনায়াসে।  ব্লগিং করে ইনকাম করতে হলে আপনার প্রয়োজন হবে একটি ওয়েবসাইট এবং ব্লগার বা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে।

বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। খুবই অল্প সময়ে এবং খুব সহজে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন তার ধারাবাহিকতা এখানে আলোচনা করছি।
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার স্টেপ বাই স্টেপ গাইড

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগবে?

আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে প্রথমে আপনার দুটি জিনিস প্রয়োজন হবে। ১। ডোমেইন এবং ২। ওয়েব হোস্টিং

আপনার যদি একটি ডোমেইন এবং হোস্টিং কেনা থাকে তাহলে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য প্রস্তুত। তার আগে চলুন ওয়াডপ্রেস সম্পর্কে একটু ধারনা নিয়ে আসি।

ওয়ার্ডপ্রেস কি?

ওয়াডপ্রেস হলো অপেনন্সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। অর্থাৎ আপনার ওয়েবসাইটে আর্টিকেল লেখা কমেন্ট পেজ তৈরি করা নেভিগেশন মেনু তৈরি করা বা একজন ইউজারের জন্য একটি ওয়েবসাইট সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে রেডি করার যে ফ্রেমওয়ার্ক প্রয়োজন সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটিকে web-based সফটওয়্যার বলা হয়।

ওয়ার্ডপ্রেসের কিছু কাজ হলঃ

  • আর্টিকেল লেখা, আর্টিকেল এডিট করা, আর্টিকেল ড্রাফ্ট করা, আর্টিকেল প্রকাশ করা এই সমস্ত কাজ কয়েকটি কমেন্ট দেয়ার মাধ্যমে ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ করে থাকে।
  • ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইটের পেজ, কমেন্ট, ফর্ম, ম্যানেজমেন্ট করা হয়ে থাকে।
  • ওরকম ভাবে একটি ওয়েবসাইটের ইউজার ম্যানেজমেন্ট, এডমিন ম্যানেজমেন্ট, ভিজিটর মেনেজমেন্ট, প্রডাক্ট মানেজমেন্ট ইত্যাদি কাজও কিছু প্লাগিন ব্যবহার করার মাধ্যমে করা হয়ে থাকে।

কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করবো?

বর্তমানে ইন্টারনেট ব্রাউজ করার সময় যে সকল ওয়েবসাইট আমরা দেখতে পাই তার অধিকাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সিএমএস দ্বারা নির্মিত। ওয়ার্ডপ্রেস হল অত্যান্ত পাওয়ারফুল এবং সিকিউরিটি সিস্টেম। ওয়ার্ডপ্রেস ব্যবহার করার মাধ্যমে আমাদের ওয়েবসাইট তৈরীর সময় সেভ হয়, ম্যানেজমেন্ট করার সুবিধা পাওয়া যায়।
 
তাছাড়া ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য রেডিমেড থিম এবং প্লাগইন ব্যবহার করার মাধ্যমে মুহূর্তেই য়েবসাইটটি আকর্ষণীয় করে তোলা সম্ভব।
সবচেয়ে বড় কথা হল ওয়ার্ডপ্রেস সিএমএস সম্পূর্ন ফ্রি একটি ওপেনসোর্স সফটওয়্যার। সেটা ব্যবহার করার জন্য কোন রকম টাকা খরচ করার প্রয়োজন হয় না। তাছাড়া সিকিউরিটির ব্যাপার তো রয়েছেই।
কেননা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অত্যান্ত সিকিউর। ইচ্ছা করলেও কোন হ্যাকার খুব সহজেই এটা কে হ্যাক করতে পারবে না।

কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়ঃ চিত্র সহকারে দেওয়া হলোঃ

ধাপ-১
আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আপনার হোস্টিং এর সিপ্যানেলে। সিপ্যানেলে যাওয়ার পর আপনাকে প্রথমেই আপনার ডোমেইনটা সিপ্যানেলে থাকা Adon Domain অপশনে ক্লিক করে যুক্ত করে নিতে হবে।
ধাপ-২
আপনার ডোমেইন এর নেম সার্ভার পরিবর্তন করে আপনার সিপেনেল এর  নেম সার্ভার কানেক্ট করে দিতে হবে। 
অর্থাৎ আপনার ডোমেইন প্যানেলে দুটি নেম সার্ভার প্রয়োজন হবে। এবং আপনার হোস্টিং এর একটি ডিফল্ট নেম সার্ভার থাকবে সেই নেম সার্ভারটি ডোমেইনে কানেক্ট করতে হবে।
ধাপ-৩
আপনার ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে গেলে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে।
ওয়ার্ডপ্রেস ইন্সটল করা একেবারেই সহজ একটি কাজ। এর জন্য আপনার সিপ্যানেলের একেবারে নিচের দিকে ওয়ার্ডপ্রেস চিহ্নিত একটি আইকন দেখা যাবে সেটিতে ক্লিক করলেই ওয়ার্ডপ্রেস ইন্সটল এর অপশন চলে আসবে।
ধাপ-৪
অতঃপর ওয়েবসাইটের টাইটেল সাবটাইটেল এডমিন ডিটেলস, ইউজার+ পাসওয়ার্ড দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করলেই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেডি।

ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল

ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে গেলে আপনার ওয়েবসাইটে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে লগইন করার পর আপনার পছন্দমত একটি থিম ইন্সটল করতে হবে।

ওয়ার্ডপ্রেস প্লাগিন ইন্সটল

অতঃপর আপনার ওয়েবসাইটে ফিচার যুক্ত করার জন্য বা কাস্টমাইজ করার জন্য কিছু প্রয়োজনীয় প্লাগিন ইন্সটল করতে হবে যেমন-
আকিস্মেট- স্পাম ফিল্টার করার জন্য।

এসইও প্লাগইন- আপনার ওয়েব সাইট এর অন পেজ অপটিমাইজেশন এর জন্য। (র‌্যাংকমেথ, ইউস্ট, এসইও ফ্রেমওয়াক, অলইনওয়ান এসইও ইত্যাদি)
সোশ্যাল শেয়ার - সোশ্যাল শেয়ার বাটন কাস্টমাইজ করার জন্য। (সোশ্যাল স্নেপ, সোশ্যাল শেয়ার, শেয়ারমি ইত্যাদি)।

সিকিউরিটি প্লাগইন- ওয়েব সাইটের নিরাপত্তা বাড়ানোর জন্য সিকিউরিটি প্লাগিন ইন্সটল করা যেতে পারে। আপড্রাফট, সিকিউরিটি, ব্যাকআপ ইত্যাদি।


ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার ভিডিও গাইড

Tracking Code Here (new page)

সর্বোপরি আমাদের পরামর্শঃ

আপনি যদি ব্লগিং পেশায় আসতে চান এবং ব্লগিং করে ঘরে বসে আয় করতে চান তাহলে আপনি কি ভাবছেন। আপনি বর্তমানে যে কাজটি করছেন তার পাশাপাশি যদি ব্লগিং করেন তাহলে এক্সট্রা কিছু ইনকাম করা পসিবল। ব্লগিং করার জন্য ওয়েবসাইট প্রয়োজন আর ওয়েবসাইটটি অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করার চেষ্টা করবেন।

ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করলে সেই ওয়েবসাইটটি কাস্টমাইজেবল এমনকি খুব সহজে ম্যানেজ করা যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো অন্যান্য সিএমএস গুলোতে কাজ করতে গেলে আপনাকে পে করতে হয় কিন্তু ওয়ার্ডপ্রেস সিএমএস সম্পূর্ন ফ্রি একটি ওপেনসোর্স সফটওয়্যার।

To Write Your Thoughts Please Login First

Login

Hotovaga web site income 💯

hotovaga.com/blog/logo-design/3412

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার স্টেপ বাই স্টেপ গাইড

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি: বর্তমানে অনলাইন থেকে ইনকাম করার যুগ উপযোগী এবং নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ব্লগিং। ব্লগিং করে প্রতিমাসে 50 হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ...

Online income

এই বিষয়টি বর্তমানে গুগলে সর্বাধিক সার্চ করা হচ্ছে। আপনি অবশ্যই অনেকবার অনুসন্ধান করেছেন যে “kivabe online taka income korbo” সত্যিই এখন অনলাইনে টাকা আয় করা...

close