অনলাইনে পার্ট টাইম কাজ করে আয় করার মাধ্যম

অনলাইনে পার্ট টাইম কাজ করে আয় করার মাধ্যম: একবিংশ শতাব্দীতে যোগাযোগের পাশাপাশি আয়েরও অন্যতম একটি মাধ্যম হিসাবে দাঁড়িয়েছে আমাদের এই অনলাইন প্লাটফর্ম। পার্টটাইম কিংবা ফুলটাইম যাই বলি না কেন সবক্ষেত্রেই এই অনলাইন সেক্টর রেখেছে বিশাল সব সুযোগ। আর প্রযুক্তির কল্যাণে মাতৃভূমি বাংলাদেশেও থাকছে তেমনি সুবিধা।

খবরের পাতায় কিংবা টিভির স্ক্রিনে আপনিও হয়তো অনলাইন পার্টটাইম কাজ করে আয় করার বিষয়টির জয়গান দেখেছেন। আর তাই আজকে আমরা আলোচনা করব অনলাইনে পার্টটাইম কাজ করে আয় করার মাধ্যম সমন্ধে। যার মধ্যে থাকবে অনলাইন পার্টটাইম কাজ করে আয় করার কয়েকটি সেক্টর। চলুন শুরু করা যাক।

পার্টটাইম কাজ করে অনলাইনে আয় করার জনপ্রিয় ১০টি মাধ্যমঃ

অনলাইন পেইড সার্ভে করে অনলাইনে আয় 

অনলাইন পার্টটাইম কাজ করে আয় করার মাধ্যম এর একেবারে শুরুতেই আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই অনলাইন পেইড সার্ভে করে আয় করার বিষয়টিকে। পার্টটাইম বলতে একেবারেই পার্টটাইম কেননা এখানে আপনাকে বেশি সময় ঢালতে হবে না। ফ্রি থাকা সময় যখন আপনি ফেসবুকিং বা ইউটিউবে ভিডিও দেখতে ব্যস্ত তখন এই কাজটি করে অনলাইনে আয় করতে পারেন। 

অনলাইন পেইড সার্ভে গুলো মূলত বিভিন্ন প্রোডাক্ট কিংবা সার্ভিস সমন্ধে মতামতকে কেন্দ্র করে হয়ে থাকে। যার মাধ্যমে কোম্পানিগুলো নিজেদের সার্ভিসের ভালো ও খারাপ বিষয়গুলো জানতে পারে। আর এই সার্ভেতে অংশ নেয়ার মাধ্যমে আপনাকে তারা টাকা দিবে এবং এভাবেই আপনার অনলাইনে আয় হয়ে থাকে। 

কন্টেন্ট রাইটার হিসাবে পার্টটাইম জব

অনলাইনে পার্টটাইম কাজ করে আয় এর জন্য অন্যতম একটি পন্থা হলো কন্টেন্ট রাইটিং। যাকে আপনি আর্টিকেল রাইটিংও বলতে পারেন। যার মাধ্যমে খুব সহজেই অনলাইনে পার্টটাইম কাজ করে আপনিও আয় করতে পারবেন। বিষয়টি একটূ পরিষ্কার করার প্রয়োজনবোধ করছি। 

কন্টেন্ট রাইটিং মূলত হয়ে থাকে ওয়েবসাইট ভিত্তিক কন্টেন্ট। আপনার কথাই ধরা যাক আপনি যখন কিছু জানতে ইন্টারনেটে সার্চ দিবেন, তখন আপনি নিশ্চয় আপনার কি-ওয়ার্ড সম্বলিত কোনো আর্টিকেল পড়বেন। ঠিক তেমনিভাবে এই আর্টিকেলটি লিখেও আপনি অনলাইন পার্টটাইম জব করে আয় করতে পারবেন। 

ব্লগিং করে চাকরির পাশাপাশি আয়

অনলাইন পার্টটাইম কাজ কিংবা ফুলটাইম কাজ হিসাবে ব্লগিং এর রয়েছে এক আলাদা গুরুত্ব। বর্তমান বিশ্বে এই ব্লগিংকেই অনেকে নিজের পেশাও বানিয়ে ফেলেছে। তাই অনলাইন পার্টটাইম কাজ করে আয় করার মাধ্যম এর সেরা দশের মধ্যে ব্লগিং সর্বদাই রয়েছে এবং থাকবে। কিন্তু প্রশ্ন হলো এই ব্লগিং মূলত কি? 

ব্লগিং মূলত লেখালেখি যা পুরোপুরি অনলাইন ভিত্তিক। আর এই অনলাইন প্লাটফর্মটি হতে পারে আপনার ব্লগ বা আপনার নিজস্ব ওয়েবসাইট। মোটকথা ব্লগিং বলতে বুঝায় নিজের ওয়েবসাইট কোনো বিষয় সমন্ধে লেখালেখি। 

এখানে ওয়েবসাইটের কথা শুনেই আপনার চোখ চড়ক গাছ হয়ে যেতে পারে। কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই। একেবারেই বিনা পয়সায় বা একেবারে ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি অনলাইনে আয় করতে পারবেন ব্লগিং এর মাধ্যমে। জনপ্রিয় কিছু ওয়েবসাইট বিল্ডার প্লাটফর্ম যেমনঃ ব্লগার, ওয়ার্ডপ্রেস এ কাজ করে আপনি ব্লগিং শুরু করতে পারেন একেবারে ফ্রি তেই। সেই সাথে অনলাইন পার্টটাইম কাজ করার সূচনাও হয়ে যাবে। 

ক্যাপচা সলভের অনলাইন পার্টটাইম জব  

অনলাইন পার্টটাইম কাজ এর আরেকটা মাধ্যমের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই আর তা হলো ক্যাপচা সলভের অনলাইন পার্টটাইম কাজ। ক্যাপচা নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে বলতে চাই পার্টটাইম কাজ হিসাবে ক্যাপচা সলভিং এখন জনপ্রিয়তার শীর্ষে বলা যায়। 

তো এবার আসা যাক ক্যাপচা নিয়ে। ক্যাপচা শব্দটির সাথে আপনি হয়তো পরিচিত। অনলাইনে কোথাও কোনো অ্যাকাউন্ট খোলার সময় বা কোনো কিছুতে এক্সেস পাওয়ার সময় আপনি হয়তো কখনো না কখনো এই ক্যাপচার সম্মুখীন হয়েছেন। আর এই ক্যাপচা এবং কাজের ক্যাপচা একদম একই। শুধু পার্থক্য হলো আপনি এই ক্যাপচার মাধ্যমে অনলাইনে আয় করতে পারবেন। ক্যাপচা সলভিং এর জনপ্রিয় কিছু ওয়েবসাইট হলোঃ 

  • কলোটিবাবলো ( KOLOTIBABLO) 
  • মেগাটাইপার্স ( MEGATYPERS) 
  • প্রোটাইপার্স ( PRO-TYPERS) 
  • টুক্যাপচা ( 2CAPTCHA) 

ফটোগ্রাফি করে পড়াশুনার পাশাপাশি আয় 

তরুণ তরুণদীর এখন প্যাশন এবং ফ্যাশনে পরিণত হয়েছে ফটোগ্রাফি। আর তারা এই প্যাশন কিংবা ফ্যাশনকে বানিয়ে নিতে পারে নিজেদের অনলাইন পার্টটাইম কাজ। অনলাইনে আপনি অনেক কোম্পানি পাবেন যারা বিভিন্ন ছবির সন্ধানে থাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আপনিও অনলাইনে আয় করতে পারবেন। 

মোট কথা এই যে অনলাইনে আপনি এই ছবিকে বিক্রি করে দিতে পারেন বিভিন্ন কোম্পানির কাছে। যার মাধ্যমে তারা আপনাকে সম্মানী দিবে। আর এভাবেই অনলাইন পার্টটাইম জব করে আয় করতে পারেন ফটোগ্রাফি করে। এখানে একটি বিষয় হলো আপনি ফটোগ্রাফি বা ছবি কোথায় বিক্রি করবেন তা নিয়ে একটি দ্বিধায় পড়তে পারেন তার জন্য এই বিষয় একটু পরিষ্কার করে দিচ্ছি কিছু ওয়েবসাইট এর নাম উল্লেখ করে। নিচে তাদের তালিকা দেয়া হলোঃ 

  • আইস্টক ফটো ( iSTOCK PHOTO) 
  • শাটারস্টক ফটো ( Shutterstock Photo) 
  • ফোটোলিয়া ( Fotolia) 

ইউটিউবিং করে চাকরির পাশাপাশি আয়

বর্তমানের অন্যতম একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হলো ইউটিউব। দিনে অন্তত একবার হলেও আমরা এই ইউটিউবে আসা যাওয়া করি। তবে কখনো কি এটা ভেবেছি যে এই ইউটিউবিং করেই অনেকে আয় করছে লাখ লাখ টাকা । হ্যাঁ, খবরের পাতায় বা টিভির স্ক্রিনে এমনটি আপনি হয়তো দেখে থাকবেন। আর এই কথাটিকে নিজের ক্ষেত্রেও আপনি সত্য বানাতে পারবেন শুধুমাত্র একজন ইউটিউবার হয়ে। ইউটিউবে ভিডিও তৈরি করে আপনি পার্টটাইম আয় করতে পারবেন। 

আর ইউটিউব এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো শুধুমাত্র একটি উপায়ে নয় প্রায় কয়েকটি উপায়ে আয় করা যায়। তার মধ্যে আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই। নিম্নে তা দেয়া  হলোঃ 

১। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অনলাইনে আয় 

২। স্পন্সরশিপের মাধ্যমে অনলাইনে আয় 

৩। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় 

এই ৩টি পন্থা ছাড়াও আরও কিছু পন্থা রয়েছে অনলাইন পার্টটাইম চাকরি করে আয় করার। 

গেম খেলার পার্টটাইম জব

অনলাইনে পার্টটাইম ইনকাম করার অন্যতম এবং অভিনব একটি পন্থা হলো গেম খেলে অনলাইনে আয়। হ্যাঁ, আপনি যে সময়টা গেমের পিছনে কাটান সেই সময়টাই হয়ে যেতে পারে আপনার ইনকাম এর পন্থা। বলছি গেম খেলে অনলাইনে আয় করার কথা। 

বর্তমানে অনেক কোম্পানি রয়েছে যারা তাদের গেমকে শুধু পরীক্ষা করার জন্য তার ব্যবহারকারীদের টাকা দিয়ে থাকে। আর আপনিও এমন সুযোগকে কাজ লাগিয়ে নিজেই অনলাইনে পার্টটাইম ইনকাম করতে পারেন। অনলাইন পার্টটাইম চাকরি করে আয় করার মাধ্যম এর মধ্যে এই পন্থাটিকে তরুণদের সম্ভাবনার সেক্টর হিসাবে দেখছেন অনেকে।

অনলাইনে টিউশনি করে চাকরির পাশাপাশি আয় 

টিউশনি এর মতো কাজটিও আজ হয়ে গেছে অনলাইন ভিত্তিক। শিক্ষকরা এখন অনলাইনেও তাদের এই টিউশনিকে চালিয়ে যেতে পারে। বিভিন্ন ভিডিও কলিং প্লাটফর্ম যেমনঃ গুগল ডুও, বা যুম এর বদৌলতে আপনি এখন অনলাইনেও অন্য কাউকে পড়াতে পারবেন। 

অনলাইনে টিউশনি করার এই কথাটিকে মাথায় রেখেই তাই তৈরি হয়েছে জনপ্রিয় ওয়েবসাইট সমূহ। যার মধ্যে রয়েছেঃ 

  • চেগ (chegg) 
  • উইজআইকিউ (WizIQ) 
  • টিচেরন (Teacheron) 
  • টিউটরসিটী ( Tutorcity) 

এই ওয়েবসাইটেই আপনি নিজের কাজের ঠিকানা খুঁজে পেতে পারেন। 

উপরোক্ত আলোচনাটিতে আমরা আলোচনা করেছি মোট আটটি পৃথক পৃথক অনলাইন পার্টটাইম জব সমন্ধে। আর এই কাজগুলোই আপনাকে দিতে পারে চূড়ান্ত সাফল্য। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে আপনি এই সেক্টরগুলোতে দুইদিনেই সাফল্য পাবেন না। এর জন্য আপনাকে বছরের পর বছর বা মাসের পর মাস লেগে থাকতে হবে। আর এর মাধ্যমেই আসবে সাফল্যের হাতছানি।

Tracking Code: 161727

একপর্যায়ে আপনি হয়তো এই অনলাইনকেই নিজের ইনকামের পন্থা বানিয়ে ফেলতে চাইবেন। উল্লেখ্য পড়াশুনার পাশাপাশি আয় করতে পারবেন উপরোক্ত অনলাইন পার্টটাইম জব গুলোর মাধ্যমে। আপনার যাত্রা হোক সাফল্যের সেই কামনা রাখছি। পরবর্তী পোস্টের আপডেট পেতে সাথেই থাকুন। 

বন্ধুরা যদি আমার লেখাটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোন পরামর্শ বা মতামত থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

To Write Your Thoughts Please Login First

Login

গুগল এডসেন্স পাওয়ার উপায় । গুগল এডসেন্স এর নিয়ম

গুগল এডসেন্স কে সোনার হরিণ ও বলা হয়। কেননা এটা খুবই মূল্যবান একটি এডভার্টিসমেন্ট একাউটন্ট। আজকে আমি আলোচনা করব কিভাবে গুগল এডসেন্স পাওয়া যায় ও...

ফেসবুক থেকে কিভাবে অনলাইনে আয় করা যায়- জানুন বিস্তারিত!!

সবচেয়ে সেরা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর কথা জিজ্ঞেস করলে আপনার কাছে তার উত্তর কি হবে? নিশ্চয় ফেসবুক তাই না? হ্যাঁ, আপনার মতো ৫ বিলিয়ন মানুষের...

অনলাইন ইনকামের গোপন রহস্য- জিনে নিন এবং ধুমসে অনলাইন আয় করুন

অনলাইন ইনকাম বিষয়টি এখন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অনেকেই চাকরি এবং পড়ালেখার পাশাপাশি অনলাইন থেকে ভালো পরিমাণে ইনকাম করছেন। আবার অনেকেই এই পেশা নতুন করে...

গ্রাফিক্স ডিজাইন কি? Graphics Design করে কিভাবে আয় করবেন ?

আমরা মুভি কিংবা অ্যানিমেশন সবাই দেখে থাকি| যে কোনো ক্ষেত্রে এরকম কিছু বিষয় থাকে যেখানে গ্রাফিক্স ডিজাইন উপস্থিত। কিন্তু আমরা সেগুলো ব্যবহার করে থাকলেও ভাবি না মূল...

x Close