আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শকবৃন্দ। আশা করি ভালই আছেন। আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হ'ল ব্লগিং।
আমাদের হতভাগা ওয়েবসাইটে আসার জন্য সু-স্বাগতম। আমাদের পুরো আর্টিকেল পড়ুন এখানে শিখতে পারবেন ব্লগিং ও ওয়েবসাইট তৈরি করে কিভাবে অর্থ উপার্জন করবেন।
ব্লগিং কি?
অনলাইন ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হলো ব্লগিং। ব্লগিং দুই ভাবে করা যায় যেমন ব্লগার বা ওয়ার্ডপ্রেস।
আপনাদের সহজ প্ল্যাটফর্ম হলো ব্লগার। উক্ত ব্লগার এর মাধ্যমে টাকা পয়সা খরচ ছাড়াই ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
এছাড়া ওয়ার্ডপ্রেস দিয়েও ফ্রী ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বর্তমানে অধিকাংশ মানুষ ব্লগিং করেন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। কারণ এটি অনেক দ্রুত সাইট।
ব্লগার/ওয়ার্ডপ্রেস
ব্লগার ও ওয়ার্ডপ্রেস গুগলের ফ্রী প্ল্যাটফর্ম। ব্লগার দিয়ে ওয়েবসাইট খুললে ১০০% ফ্রী। এখানে কোন কিছু কিনতে হয় না। আর ওয়ার্ডপ্রেস ফ্রী তবে এখানে অনেক কিছু কিনতে হয়।
যেমন হোস্টিং, ডোমেইন, প্রিমিয়াম থিম ইত্যাদি। উক্ত জিনিস গুলো কিনে সেট করলে মাসে অনেক পরিমানের ডলার/টাকা আয় করতে পারবেন।
কিভাবে ব্লগিং শুরু করবেন?
আপনি হইতো ভাবছেন ফ্রীতে আবার ওয়েবসাইট হয়? আমি বলবো অবশ্যই। আপনি যদি ব্লগারে সাইট তৈরি করেন তাহলে কোন প্রকার খরচ ছাড়াই মনের মতো সাইট তৈরি করতে পারবেন।
ব্লগিং শুরু করার আগে কিছু বিষয় আপনার মাথায় থাকতে হবে যেমন আপনি কোন ভাষায় ব্লগিং করবেন ইংলিশ নাকি বাংলাতে। আপনি যে ভাষা ভালো পারেন সেটির মাধ্যমে ব্লগিং করতে পারবেন।
এছাড়া আরো কিছু বিষয় রয়েছে তা হলো আপনার ব্লগিং ইংরেজি বা বাংলা হোক এখানে কি বিষয় নিয়ে কাজ করবেন। বিশ্বের অনেক মানুষ অনেক বিষয় নিয়ে কাজ করে যেমন শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, চিকিৎসা, চাকরি, কৃষি, অনলাইন ইনকাম ইত্যাদি নিয়ে ব্লগিং করে থাকে।
আপনি যদি ব্লগিং শুরু করতে চান? তাহলে নিম্নের জিনিস গুলো আবশ্যকঃ
প্রথমে, আপনার প্রয়োজন একটি স্মার্ট মোবাইল, লেপটব, কম্পিউটার বা টেব।
দ্বিতীয়, আপনার ব্যক্তিগত একটি ইমেইল একাউন্ট।
তৃতীয়, ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন।
উক্ত জিনিস গুলো থাকলে সহজেই ব্লগিং করতে পারবেন।
ব্লগার ফ্রী সাইট তৈরির উপায়ঃ
যেভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন:
আপনার ব্যক্তিগত একটি ফ্রী সাইট তৈরির জন্য গুগলে সার্চ করে blogger.com এ গিয়ে Create এ ক্লিক করুন তার পর আপনার ইমেইল এড্রেস লিখুন। তার পর যে নামে ফ্রী সাইট তৈরি করবেন সেই নাম লিখুন। ব্লগারের ফ্রী নাম হলো blogspot.com এই নামের আগে আপনি যে বিষয়ে কাজ করবেন সেই নাম দিন।
তার পর আপনার ডিসপ্লে নাম লিখুন আপনার সাইটের সাথে সমজতা রেখে এবং ইউজার নাম আপনার নিজেরটা দিলেই ভালো হবে।
একাউন্ট তৈরি সম্পূর্ণ হয়ে গেলে লগইন করুন আপনার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে।
ব্লগার একাউন্ট লগইন হওয়ার পর ব্লগার নামে এটি পেজ ওপেন হবে। ব্লগারের বাম পাশে এটি বার রয়েছে সেখানে কিছু অপশন আছে সেগুলো পূরণ করতে হবে যেমনঃ প্রথমে ব্লগারের লগো, তার নিচে ডিসপ্লে নাম, নিউ পোস্ট, পোস্ট, স্টেটাজ, কমেন্ট, আরনিং, পেইজ, লেআউট, থিম, সেটিং। উক্ত বিষয় গুলোর কাজ রয়েছে তা নিচে আলোচনা করা হলোঃ
১. New Post : এর মাধ্যমে আপনার ব্লগার সাইটে আর্টিকেল লিখতে পারবেন। আর্টিকেল লিখার নিয়ম- প্রথমে নিউ পোস্টে ক্লিক করুন তারপর এমএস ওয়ার্ড পেজের মতো এটি পেজ ওপেন হবে। সেখানে শুরুতে যে আর্টিকেল লিখবেন সে শিরোনাম লিখুন।
যেমনঃ "ব্লগিং করে আয়"। তার পর নিচের সাদা রংগের পেজে ক্লিক করে শিরোনামের উপর ভিত্তি করে বিস্তারিত লিখুন এবং আর্টিকেলের নাম দিয়ে থামেইল তৈরি করুন। কারন প্রতিটি আর্টিকেলে একটি হলেও ছবি সেট করতে হয়। আর্টিকেল লিখা শেষ হলে লেভেল নির্ধারিত করুন।
তারপর প্রামালিংক লিখুন আর্টিকেল এর উপর নির্ভর করে কারণ প্রামালিং করলে গুগল আপনার আর্টিকেল চিনতে পারবে এবং গুগলে রেঙ্ক হতে সাহায্য করবে। প্রামালিংক লেখার নিয়ম যেমনঃ blogging-income-2021 প্রামালিংক কাজ শেষে নিচে সার্চ অপশন আছে সেখানে আপনার সুন্দর আর্টিকেল লিখবেন যেন ভিজিট লেখাটি পড়ে আপনার সাইটে আসে। সর্ব শেষে উপরে ডান পাশে পাবলিশ বাটনে ক্লিক করলেই আপনার পোস্ট সম্পুর্ণ হবে।
২. Post : এর মাধ্যমে জানতে পারবেন আপনার সাইটে কত গুলো আর্টিকেল পোস্ট আছে এবং কবে পোস্ট করছেন তা দেখতে পারবেন। এছাড়া আপনার যে কোন পোস্ট এডিট করে আপডেট করতে পারবেন।
৩. Stats : এর মাধ্যমে আপনার সাইটের ভিজিটর দেখতে পারবেন যেমন দিনে, সপ্তাহে, মাসে কোন পোস্টে কত ভিজিটর আসে এবং কোথায় থেকে আসে। গুগল, ফেসবুক, টুইটার ইত্যাদি থেকে ভিজিটর আসে তা নিশ্চিত হতে পারবেন।
৪. Pages : এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের নিতিমালা ও সাইটের তথ্য সেট করতে পারবেন যেমনঃ About, Dmca, Contact, Privacy ইত্যাদি।
৫. Layout : এর মাধ্যমে আপনার ব্লগার সাইটের থিম কাস্টমাইজ করতে পারবেন যেমনঃ লগো, মেইন মেনু, সার্চ অপশন, লেভেল ইত্যাদি।
৬. Theme : এর মাধ্যমে ওয়েবসাইটের থিম কাস্টমাইজ করা হয়। এখানে ফ্রী বাইনা থিম ডাউনলোড করে কাস্টমাইজ করতে পারবেন।
৭. Settings : এর মাধ্যমে সাইটের গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হয় তার নিম্নরূপঃ
১. Title : এর মাধ্যমে আপনার সাইটের নাম লিখুন।
২. Description : এর মাধ্যমে আপনার সাইট যে বিষয় নিয়ে কাজ করেন তার বিস্তারিত লিখুন।
৩. Favicon : এর মাধ্যমে আপনার সাইটের নামের বাম পাশে লগো সেট করতে পারবেন।
৪. Privacy- Visible to search engines : এখানে একটি বাটুন আছে সেটি চালু করুন।
৫. Publishing : এর মাধ্যমে আপনার ক্রয করা ডোমেইন সেট করতে পারবেন।
৬. Https : দুই বাটুন আছে সেটি চালু করুন।
৭. Meta tags : এর মাধ্যমে আপনার সাইট রিলেটেড আর্টিকেল লিখুন যার ফলে ভিজিটর বুঝতে পারবে আপনার সাইট কি বিষয় নিয়ে কাজ করে।
এছাড়া আরো অনেক সেটিং রয়েছে যা আপনারা যখন গুগল এডসেন্স পাবেন সাইটে তখন আলোচনা করবো। আশা করি বাকি যে কাজ আছে সেগুলো নিজে থেকেই পারবেন।
Tracking Code: 651473
পরিশেষেঃ
আমি সব শেষে বলতে পারি আপনি যদি মনযোগ দিয়ে আর্টিকেল পড়ে থাকেন তাহলে সহজেই একটি ফ্রী ব্লগার ওয়েবসাইট তৈরি করে ব্লগিং শুরু করতে পারবেন।
আমাদের এই পোস্টে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই আর্টিকেল যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না।
8 comments
Sayem Oct 25,2022
Thanks a lot I am very happy for your post thanks
Moshikur Rahoman Oct 25,2022
ভাই কাজ করেছি এখনো পেমেন্ট পাই নি হতভাগা ডটকমে
kamrujzaman Jan 28,2023
কাজের ভিডিও গুলো আর ভালো ভাবে শিখিয়ে একটি ভিডিও তৈরী করলে আরও ভালো হতো।
kamrujzaman Jan 28,2023
কাজের ভিডিও গুলো আর ভালো ভাবে শিখিয়ে একটি ভিডিও তৈরী করলে আরও ভালো হতো।
kamrujzaman Jan 28,2023
কাজের ভিডিও গুলো আর ভালো ভাবে শিখিয়ে একটি ভিডিও তৈরী করলে আরও ভালো হতো।
kamrujzaman Jan 28,2023
কাজের ভিডিও গুলো আর ভালো ভাবে শিখিয়ে একটি ভিডিও তৈরী করলে আরও ভালো হতো।
kamrujzaman Jan 28,2023
কাজের ভিডিও গুলো আর ভালো ভাবে শিখিয়ে একটি ভিডিও তৈরী করলে আরও ভালো হতো।
kamrujzaman Jan 28,2023
কাজের ভিডিও গুলো আর ভালো ভাবে শিখিয়ে একটি ভিডিও তৈরী করলে আরও ভালো হতো।