ওয়েবসাইট তৈরি করে আয় করার ৫ টি সহজ মাধ্যম

আপনি কি ওয়েব সাইট তৈরী করে আয় করার কথা ভাবছেন। বর্তমানে ওয়েবসাইট তৈরি করে আয় করা খুবই সহজ একটি কাজ। যেটাকে সংক্ষেপে ব্লগিং বলা হয়। 

আজকে আমি এখানে আলোচনা করব অনলাইন থেকে ওয়েবসাইট তৈরি করে আয় করার অভিনব পাঁচটি সহজ মাধ্যম নিয়ে। যে মাধ্যমগুলোতে কাজ করলে খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করা যায় সবচেয়ে কম পরিশ্রম করে। 

অনেকেই রয়েছেন যারা চাকরি করেন, পড়াশোনা করেন, আবার অনেকেই রয়েছেন গৃহিণী। আপনি যেই হোন না কেন আপনার পড়াশোনা চাকরি বা কাজের পাশাপাশি প্রতিদিন কিছু সময় কাজ করে ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারেন মোটা অংকের।

ওয়েবসাইট তৈরি করে আয় করার সেরা পাঁচটি মাধ্যম

ইতিমধ্যে আমি ওয়েবসাইট তৈরি করে আয় করার মাধ্যম নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা করেছি। বর্তমানে অনলাইনে ওয়েবসাইট তৈরি করে আয় করার একশোরও বেশি মাধ্যম রয়েছে। তার মধ্যে বাছাই করে সবচেয়ে সহজ এবং অল্প সময়ে ইনকাম করা যায় এমন দশটি বিষয় নির্বাচন করেছি আজকের এই পোস্টে।

তো চলুন দেখে নেয়া যাক সেই পাঁচটি মাধ্যম কি?

১। ওয়েবসাইট তৈরি করে গুগল এডসেন্স থেকে আয়ঃ

বর্তমানের যুগ উপযোগী এবং সহজ মাধ্যম গুলোর মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হলো গুগল এডসেন্স থেকে ইনকাম। ওয়েবসাইট তৈরি করে আয় করার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি পরিমানে আয় করার এই মাধ্যমটি নতুন ব্লগারদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।

গুগল এডসেন্স থেকে ইনকাম করার প্রক্রিয়া হল,

  • আপনার একটি ওয়েবসাইট থাকবে যেখানে আপনি নানান ইনফরমেশন দিয়ে পরিপূর্ণ করে রাখবেন
  • অতঃপর আপনার ওয়েবসাইটের ইনফরমেশন কালেক্ট করার জন্য ইউজার /ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। 
  • যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে তখন আপনি গুগল এডসেন্স এর জন্য আবেদন করবেন। তখন গুগল এডসেন্স টিম আপনার ওয়েবসাইটটি পর্যালোচনা করে যদি গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখানোর মত উপযোগী হয় তাহলে গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল দেবে।
  • গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভে হওয়ার পর আপনার ওয়েবসাইটের হেডার, সাইডবার, ফুটার এবং কনটেন্ট এর মাঝে মাঝে বিজ্ঞাপন প্রদর্শন করবেন।
  • যখন আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো শুরু করবে তখন আর আপনার পিছুপা হতে হবে না। আপনার যত দিন যাবে তত ইনকাম বাড়তে থাকবে।

একটা মাঝারি টাইপের ওয়েবসাইট থেকে প্রতিমাসে 50 হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয় শুধুমাত্র গুগল এডসেন্স থেকে।

২। পণ্য বেচাকেনা করে আয়

আপনি ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে নির্দিষ্ট অডিয়েন্সের টার্গেট করে পণ্য বিক্রি করে আয় করা যায়। এজন্য আপনি যেকোনো একটি ক্যাটাগরির পণ্য নির্ধারণ করে নিতে পারেন। 

যেমন- বাচ্চাদের খেলনা, ফুটওয়ার, টি-শার্ট, গিফট আইটেম, চশমা, অথবা মেয়েদের জুয়েলারি।


আপনার পছন্দমত যেকোনো পণ্য নিয়ে কাজ করতে পারেন। মনে রাখতে হবে আপনি যাদের টার্গেট করে ওয়েবসাইট তৈরি করেছেন তাদের চাহিদা সম্পন্ন পণ্য সরবরাহ করতে হবে।


৩। এফিলিয়েট মার্কেটিং করে আয়

ওয়েবসাইট তৈরি করে আয় করার জনপ্রিয় পাঁচটি মাধ্যমের মধ্যে আরো একটি মাধ্যম হলো এফিলিয়েট মার্কেটিং। 

এফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনার নিজস্ব কোন পণ্য থাকার প্রয়োজন নেই। বিভিন্ন কোম্পানি বা ওয়েবসাইট রয়েছে তাদের পণ্য এফিলিয়েট এর মাধ্যমে সেল দিয়ে থাকে। 

ওয়েবসাইট থেকে শুধুমাত্র অন্যের লিংক নিয়ে আপনার নিজের ওয়েবসাইটে প্রমোট করবেন। আপনার ওয়েবসাইট থেকে যদি কোন ভিজিটর পণ্য ক্রয় করে তাহলে সেই নির্ধারিত পণ্যের একটি নির্ধারিত কমিশন আপনি পেয়ে যাবেন। 

৪। টুলস বা সফটওয়্যার জাতীয় ওয়েবসাইট তৈরি করে আয়

আপনি আপনার ওয়েবসাইটকে কোন টুলস বা সফটওয়্যার জাতীয় ওয়েবসাইট হিসেবে তৈরি করতে পারেন। যেখানে ইউজাররা এসে তাদের প্রয়োজনীয় কাজ করে যাবে। সে ক্ষেত্রে আপনার কোন কাজ করতে হবে না শুধুমাত্র ওয়েবসাইট তৈরি করে রেখে দেবেন। 

অনলাইনের ভাষায় এটাকে SAAS বলা হয়ে থাকে। 

যেমন- ফটো রিসাইজ সফটওয়্যার,  পিডিএফ কনভার্টার, এইজ ক্যালকোলেটর, এসইও টুলস, ভিডিও কনভার্টার, টেক্স টু ভয়েস কনভার্টার, ভয়েস টু টেক্স কনভার্টার,  ইমেজ টু টেক্স কনভার্টার ইত্যাদি টাইপের হতে পারে। 

এছাড়াও আরো প্রচুর পরিমাণে টুলস রয়েছে যেগুলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে করা সম্ভব।

৫। সার্ভিস প্রদানের মাধ্যমে আয়

আপনি চাইলে একটি সার্ভিস ওয়েবসাইট তৈরি করতে পারেন। যেখানে ইউজাররা তাদের সার্ভিস ইনপুট করে রাখবে। এবং যাদের সার্ভিস প্রয়োজন হবে তারা সেখান থেকে সার্ভিস খুঁজে সার্ভিস প্রোভাইডার এর সাথে যোগাযোগ করে সার্ভিস নিতে পারবে। 

যেমন- ডেলিভারি সার্ভিস, কার ওয়াস সার্ভিস, বেচাকিনা সার্ভিস, পুরাতন মাল বেচাকেনার প্ল্যাটফর্ম, ইত্যাদি। 

বন্ধুরা ওয়েবসাইট তৈরি করে আয় করার হাজারো মাধ্যম রয়েছে তার মধ্যে বেছে বেছে আমার কাছে এই পাঁচটি মাধ্যম সবচেয়ে সহজ মনে হয়েছে। 

আপনারা চাইলে এখান থেকে যে কোন একটি বিষয় পছন্দ করে সেই বিষয়ের উপর ওয়েবসাইট তৈরি করে প্রতি মাসে ইনকাম করতে পারেন।

tracking Code: 309014

বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে পাঁচটি মাধ্যমে এর মধ্যে আপনার কাছে কোন মাধ্যমটি সবচেয়ে ভালো লেগেছে। আপনার যদি কোন বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা সে বিষয় নিয়ে আর্টিকেল দেয়ার চেষ্টা করব।

To Write Your Thoughts Please Login First

Login

google কে আবিষ্কার করেন , গুগল এর জনক কে

Google কে আবিস্কার করেন এবং গুগল এর জনক কে। বর্তমান অনলাইনে জগৎ যেন গুগল ছাড়া অচল। একবার ভাবুন তো ? যদি গুগল 2 ঘন্টা না...

কীভাবে ফ্রীতে একটি ওয়েবসাইট তৈরি করবেন । বাংলায় ব্লগিং টিউটরিয়াল

আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শকবৃন্দ। আশা করি ভালই আছেন। আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হ'ল ব্লগিং। আমাদের হতভাগা ওয়েবসাইটে আসার...

প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ইনকাম করার ওয়েবসাইট

আপনি যদি একজন ছাত্র চাকরিজীবী হন তাহলে আপনার পড়াশোনা বা চাকরির পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে প্রতিদিন কমপক্ষে 200 থেকে 300 টাকা ইনকাম করতে পারলে...

close