আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনলাইন বন্ধুরা। কেমন আছেন সবাই? আশাকরি ভালই আছেন। সকলের ভাল থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের আর্টিকেল।
বিভিন্ন ব্লগে লেখালেখি করি অনেকদিন ধরেই। তারই ধারাবাহিকতায় আজকে হতভাগা ডট কমে লিখছি। এই সাইটটিও ব্লগিং এ অনেক ভাল একটি অবস্থানে রয়েছে। অনেক কাজ রয়েছে এতে। আপনারাও এতে কাজ করতে পারেন।
যাইহোক, কথা না বাড়িয়ে শুরু করছিরআজকের আয়োজন। আজকে আপনাদের সামনে নতুন একটি সাইট নিয়ে আলোচনা করবো।
সাইট পরিচিতি
সাইটটির নাম হল weviewers। অনেকে হয় আগেই শুনেছেন। অনেকেই শুনেন নি। যাইহোক, সাইটটি নতুন। তবে বেশ ভালই। ইউটিউবের ভিডিও নিয়ে কাজ করছে। ভিডিও দেখে, ভিউ, সাবসক্রাইব, লাইক করে আয় করা যাবে।
তাছাড়া ভিডিও বা ডিজাইন বা এনিমেশন আপলোড করেও আয় করা যাবে। তাছাড়া নিজের চ্যানেলের ভিউ বা সাবসক্রাইব বাড়ানোর জন্য কাজ দেওয়াও যাবে।
পেমেন্ট সিস্টেম
দেশি সাইট তাই পেমেন্ট সিস্টেমও দেশীয়। বিকাশ নগদে পেমেন্ট নিতে পারবেন। মাত্র ১০০ টাকা হলেই উইথড্র দেয়া যাবে। বিশ্বস্থ একটি সাইট এটি।
সাইটটির লিংক
আপনাদের সুবিধার জন্য নিচে সাইটটির লিংক দিয়ে দিলাম। লিংকটি হলঃ
লিংকটিতে ক্লিক করে সাইটটিতে ঢুকবেন। নাম, ইমেইল, নাম্বার সব ঠিকমত দিয়ে ভেরিফিকেশন করে নিবেন। তারপর কাজ শুরু। মানে ভিডিও দেখা, সাবসক্রাইব করা ইত্যাদি।
উপসংহার
প্রিয় বন্ধুরা, আশাকরি সাইটটি ভাল লেগেছে আপনাদের। সহজ কাজ। তাই কাজ করতে সকলেই পারবেন। আমার আর্টিকেল পড়ে অনুপ্রাণিত হয়ে যদি কাজ শুরু করেন তবে খুবই আনন্দিত হবো। সকলের মঙ্গল কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
1 comments
Rashed Ahmed Sep 21,2022
কেন জানতে পারি? আর লিং ই বা কোথায়?